অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ ও এগরা স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির পরিচালনায় বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবির হয় এগরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এগরা দক্ষিণ বাজার ধান হাট সংলগ্ন এলাকায় ।
রক্তদান মহতীদান। সেই কথাকে মাথায় রেখে অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ ও এগরা স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির এই রক্তদান শিবির এ বছরে প্রথমবার অনুষ্ঠিত হলো।

রক্ত সংগ্রহ করে এগরা সুপার হাসপাতালের ব্লাড ব্যাংক।
এই রক্তদান শিবিরে রক্তদান কারিদেরকে একটি করে কাঁসার থালা ও উপহার দেওয়া হয়। সকাল ১০ টা থেকে এই রক্তদান শিবির শুরু হয়েছে তা চলে দুপুর দুটো পর্যন্ত। পুরুষ ও মহিলা মিলে মোট ১৫০ জন রক্তদান করেন। শুধুমাত্র রক্তদান শিবির নয়। এদিন এলাকার স্বর্ণব্যবসায়ী ও স্বর্ণশিল্পীদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাঁরা যাতে সরকারি সুযোগসুবিধা পেতে পারেন সেই বিষয়ে দিশা দেখান পূর্ব মেদিনীপুর জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সরকারি অফিসার অমিত রঞ্জন দাস। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদের রাজ্যের সাধারণ সম্পাদক সাবন কুমার সোনি,
এগরা পৌরসভার ১ পৌরসভার কাউন্সিলর সুরজ আলী, এগরা পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তী, সমাজসেবী আশিস চক্রবর্তী, উদ্যোক্তা সংস্থার সভাপতি সঞ্জিত কামিল্যা, সম্পাদক দেবাশীষ মাইতি, কোষাদক্ষ প্রশান্ত কর্মকার সহ অন্যান্য সদস্যরা।






