কন্টাই সুপারষ্টার ক্লাবের পরিচালনায় টি টুয়েন্টি ডিউজ লীগ কাম নক ক্রিকেট প্রতিযোগিতা সিএসএসসি সুপার চ্যালেঞ্জ কাপে আজ যে দুটি দল অংশগ্রহণ করে কন্টাই পাইনিওয়ার ইলেভেন ও বালিঘাই ক্রিকেট একাডেমি। সকালে টসে জিতে পাইনিওয়ার ফিল্ডিং করার সিন্ধান্ত গ্রহন কর। নির্ধারিত ২০ ওভারে বালিঘাই ক্রিকেট একাডেমি ৮ উইকেট হারিয়ে ১০৪ রান করে। প্রত্তুতরে পাইনিওয়ার ইলেভেন ব্যাট করতে নেমে ১১.২ ওভার ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে এবং ম্যাচ ৯ উইকেটে জয়লাভ করে। পাইনিওয়ার ইলেভেন এর সত্যজিৎ পট্টনায়ক ৩৫ বলে ৭১ রান করে হরিপদ পাল স্মৃতি ম্যান অফ দি ম্যাচের ট্রফি লাভ করে। এই পুরস্কার তুলে দেন পাইনিওয়ার টিভিএস ওনার অমিত চন্দ ও কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সতীনাথ দাস অধিকারী। ম্যাচে দুই আম্পায়ার ছিলেন প্রসেনজিৎ দত্ত ও চিত্তব্রত মহাপাত্র। অগ্রগামী সংঘের সম্ভিত নাগ ২ ওভার বল করে ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে স্বর্গীয় হরিপদ পাল ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন এই পুরস্কার তুলে দেন ট্রফি দাতা বুবুন পাল।
খেলা চলাকালীন মাঠে উপস্থিত হন প্রাক্তন খেলোয়াড় তাপস রঞ্জন পাত্র, বিমান কান্তি ধর সুজিত পট্টনায়ক সোমনাথ দাস অধিকারী। আজকের এই খেলায় সহযোগিতা করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক ষষ্ঠী পদ চক্রবর্তী, সঞ্জীব জানা মনোজ দাস, ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন আগামি দুদিন খেলা বন্ধ থাকবে। সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। এই প্রতি বিশেষ আর্কষণ ২৪ শে ফেব্রুয়ারী দুপুর ১২ টায় মহিলা টি টুয়েন্টি ডিউজ ক্রিকেট অনুষ্ঠিত হবে।
