পি এইচ ই দপ্তরের বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্পের পাইপ লাইন সোয়াদীঘি খালের উপর বল্লুকহাট সংলগ্ন স্থানে কুড়িটি থাম দিয়ে এমনভাবে বাইপাস করা হচ্ছে যাতে খালের জল সরবরাহের ক্ষেত্রে সমস্যা হবে।
এর বিরুদ্ধে সোয়াদীঘি খাল সংস্কার সমিতির পক্ষ থেকে আজ পি এইচ ই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বল্লুক ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান, শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের এসডিও’র নিকট ডেপুটেশন দেওয়া হয়। তাঁরা বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
এই ডেপুটেশনে নেতৃত্ব দেন খাল সংস্কার সমিতির পক্ষে অশোক মাইতি, স্বপন সামন্ত।
সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা বলেন,খালের উপর থেকে এই থামগুলি যদি সরানো না হয় ২২ কিলোমিটার দীর্ঘ খালের শতাধিক মৌজার জলনিকাশি ভীষনভাবে ব্যাহত হবে। উনি এই সমস্যার দ্রুত সমাধান করে খালের জলনিকাশী ও সেচের ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় তা সুনিশ্চিত করার দাবী জানান।