পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক ব্লকের সোনাচূড়া এলাকায় সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়।
সোমবার সকাল ১১ টা নাগাদ সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গাবেডা বাজার সংলগ্ন খাল পাড়ে এক সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষজনেরা।
এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয়। পুলিশে খবর দেওয়া হলে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শিশু কন্যার দেহে একাধিক ক্ষত চিহ্ন আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শিশু কন্যার মৃতদেহ কোথা থেকে এলো বা এবার কারা ফেলে দিয়ে গেল সেই নিয়ে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে জল্পনা তুঙ্গে।


Post Views: 33