দিঘায় রথ যাত্রায় উৎসবকে ঘিরে উন্মাদনা বাড়ছে - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৫শে আষাঢ়, ১৪৩২ বুধবার ( ৯ই জুলাই, ২০২৫ )

দিঘায় রথ যাত্রায় উৎসবকে ঘিরে উন্মাদনা বাড়ছে

“জগতের নাথ”-এর রথ দিঘার মাটিতে গড়ানো শুধু মাত্র সময়ের অপেক্ষা । আর সেই রথের দড়ি টানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা ।

আসন রথ যাত্রায় প্রথম পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। ইতিমধ্যেই জগন্নাথ দেব, বলভদ্রদেব ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে দিঘার জগন্নাথ ধামের সম্মুখে । সেই রথিকে ঘিরে এখন উন্মাদনা তুঙ্গে।

উল্লেখ মাত্র একমাস আগে উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ ধাম।আর এখন সেই মন্দির ঘিরেই রথযাত্রার জোর প্রস্তুতি। রথের রশ্মিতে টান দিতে মুখিয়ে আছেন স্থানীয় বাসিন্দা সহ বহু পর্যটক।

জানা যাচ্ছে এই রথযাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথযাত্রা। ৩৬ চাকা বিশিষ্ট তৈরি রাখা হয়েছে তিনটি সুবিশাল রথ—নন্দঘোষ, তালধ্বজ ও দেবদলন।হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোর কদমে কাজ।

 

রথযাত্রা উপলক্ষে থাকছে একের পর এক ধর্মীয় আচার-অনুষ্ঠান।

 

১২ জুন: স্নানযাত্রা উৎসব, এরপর ১৫ দিনের অনসর—এই সময়ে মূর্তির দর্শন বন্ধ থাকবে।

২৬ জুন: নবযৌবন ও নেত্র উৎসব।

২৭ জুন: রথযাত্রার মূল দিন—আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে ‘পাহান্দি বিজ’।

রথযাত্রায় গুরুত্বপূর্ণ ‘মাসিরবাড়ি’। দিঘা থানার পাশের জগন্নাথ দেবের পুরনো মন্দিরকে মাসিরবাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে।৭৫ লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পূর্ণ।

সাত দিন রথ থাকবে মাসিরবাড়িতে, চলবে মহাপ্রসাদ বিতরণ।

 

দুটি স্থানেই পালিত হবে রীতিনীতি—রথে মাসিরবাড়িতে যাবে নিম কাঠের (দারু ব্রহ্মের) মূর্তি, আর মূল মন্দিরেই থাকবেন পাথরের বিগ্রহ।

 

 

রথযাত্রা দেখতে ও রথের রশ্মিতে টান দিতে মুখিয়ে আছেন পর্যটকেরা। ইতিমধ্যেই অনেকে দিঘা ঘুরে দেখে যাচ্ছেন প্রস্তুতির হালচাল।তাঁরা জানাচ্ছেন, এই উদ্যোগে দিঘা পাচ্ছে নতুন চেহারা—ধর্মীয় পরব আর পর্যটন মিলেমিশে তৈরি হচ্ছে এক নতুন পরিবেশ।

Related News

14:10