স্বাধীনতা দিবসে বিদ্যালয় ভিত্তিক শোভাযাত্রা প্রতিযোগিতা সত্যেন মিশ্র মেমোরিয়াল কম্পিটিশান ২০২৫ চ্যাম্পিয়ান হল ১৭৫ বছরের বেশী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কাঁথি হাইস্কুল।

কাঁথি লিও ক্লাবের পরিচালনায় বিগত কয়েক বছর ধরে কাঁথি শহরের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয় গুলিকে নিয়ে দুটি বিভাগে ইন্ডিপেন্ডেন্স ডে র্যালী কম্পিটিশান হয়ে আসছে।প্রয়াত সমাজসেবী সত্যেন মিশ্রের স্মৃতিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কাঁথি লিও ক্লাবের সভাপতি অনিক গিরি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয় বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে কাঁথি ব্রাম্ভ বালিকা প্রাথমিক বিদ্যালয় ।এই বিভাগে দ্বিতীয় হয়েছে নিউ কন্টাই নার্সারি স্কুল।যুগ্ম তৃতীয় হয়েছে কন্টাই মডেল ইনস্টিটিউশন প্রাথমিক বিদ্যালয় ও কাঁথি হাইস্কুল প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিভাগে প্রথম-দ্বিতীয়-তৃতীয় হয়েছে যথাক্রমে কাঁথি হাইস্কুল,কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবন ও কন্টাই মডেল ইনস্টিটিউশন।লিও ক্লাব সুত্রে জানা গেছে এই প্রতিযোগিতার বিচারক ছিলেন অরিত্র দে,সোম্যদীপ মান্না,শুভঙ্কর বারিক ও তুহিনকান্তি প্রধান।

সন্ধ্যা কাঁথি লায়ন্স ক্লাবের সভাকক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সত্যেন মিশ্র মেমোরিয়াল ইন্ডিপেন্ডেন্স ডে র্যালী কম্পিটিশানের
সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি তপন সাহু,প্রাক্তন সভাপতি অশোক নন্দ,সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান ডা: অনুতোষ পট্টনায়ক প্রমুখ।





