কাঁথি পৌরসভার কর্মী মহলে তাঁকে নিয়ে ক্ষোভ চরমে,এবার ক্ষুব্ধ কলকাতা উচ্চ আদালত।ভবিষ্যতে ফের আদালতের নির্দেশ অমান্য করলে চেয়ারম্যানকে হাজতবাস করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ।
গত দুই দিন ধরে কাঁথি পৌরসভার সাফাই কর্মীরা বেতনের দাবিতে চেয়ারম্যান সুবল মান্নাকে ঘেরাও করেছে,শুনিয়েছে চোর চোর চোরটা…..। এবার আরো বড় ধাক্কা।কাঁথি শহরে আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন কি দেখে সুবল মান্নাকে চেয়ারম্যান করলো তৃনমূল ?
নির্বাচনের পর কাঁথি পৌরসভার চেয়ারম্যান হওয়ার পরে পরেই কাঁথি কলেজ মাঠে বৈশাখি মেলার আয়োজনকে ঘিরে তৃনমূলের ছাত্র সংগঠনের সাথে বিবাদে জড়ান সুবল মান্না ।সেই সময় কাঁথির বিভিন্ন মোড়ে চা চক্র গুলিতে শোনা যায় অধিকারীদের খুশী করতেই নিজের দলের এমনকি কলকাতা উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করেছিলেন সুবল মান্না ।
কাঁথির প্রভাতকুমার কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ কলেজের মাঠে বৈশাখী মেলা করার অনুমতি চেয়ে গত ১২ এপ্রিল পুরসভার কাছে আবেদন করেছিল। কিন্তু তৃণমূল পরিচালিত পুরসভা সেই অনুমতি দেয়নি। এর পরেই আদালতে যায় ছাত্ররা।
গত ১৯ এপ্রিল কাঁথি পুরসভা-সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। কিন্তু অন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দিলেও কাঁথি পুরসভার চেয়ারম্যান বৈশাখী মেলা আয়োজনের অনুমতি দিতে অস্বীকার করেন বলে অভিযোগ।
সেই মামলাতেই আদালত অবমাননার অভিযোগ কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে ১ লাখ টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্ট। শুক্রবার এই নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, আগামী ৩০ অগস্টের মধ্যে জরিমানার টাকা জমা করতে হবে চেয়ারম্যানকে। ভবিষ্যতে ফের আদালতের নির্দেশ অমান্য করলে চেয়ারম্যানকে হাজতবাস করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ।