প্রদীপ কুমার সিংহ
সোনারপুরে শুল্ক দফতরের আধিকারিককে মারধরের ঘটনায় পাল্টা অভিযোগ অটোচালকের মায়ের। আধিকারিক প্রদীপ কুমার অটো চালকে গালিগালাজ করেন, অটো চালক আজাদ আলি মন্ডলের মায়ের শ্লীলতাহানি করেন। দু পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ। এই নিয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার সৌতম ব্যানার্জি সোমবার দুপুর সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন দু পক্ষের অভিযোগ জমা পড়েছে তাদের কেস নাম্বার গুলি হল
অভিযোগের ধারা
332,126/2,117/2,324/4,351(2), 3/5
প্রদীপের অভিযোগের ভিত্তিতে অটো চালকের বিরুদ্ধে
126/2,115/2,117/2,74,352,351/2
অটো চালকের মায়ের অভিযোগ প্রদীপ কুমারের বিরুদ্ধে।

তিনি আরো বলেন গত বুধবার রাতে শুল্ক বিভাগের অফিসার প্রদীপ কুমারের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন সোনারপুরের এক অটোচালক। পরে ওই আধিকারিকের ফ্ল্যাটে চড়াও হয়ে ঐ অটো চালক নিজের সঙ্গীদের সাথে এনে শুল্ক আধিকারিকের ফ্ল্যাটে চড়াও হয়ে মারধর করে। ঘরে ভাংচুর করে। এরপর প্রদীপ কুমার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে একজনকে গ্রেফতার করা হয়। রবিবার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হতেই আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে সকলেই দিনের দিন জামিন পেয়ে যান। এই ধরনের হামলার পর কিভাবে পুলিশ তদন্ত করল আর লঘু ধারায় মামলা করল তা নিয়েই প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের পশ্চিমবাংলা ভিডিও দিয়ে গেল তা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আধিকারিক প্রদীপবাবুর বাড়িতে গিয়েছিলেন তাকে দেখা করেন এবং প্রদীপবাবুকে নিয়ে কল্যাণী এমস হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় রবিবার। সেখানে ভর্তি ছিলেন প্রদীপবাবু সম্ভবত সোমবার তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। এই দিন সাংবাদিক বইটাকে অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন অভিযোগ পত্র অনুযায়ী মামলার ধারা যোগ হয়েছে। তদন্তে আরও কিছু পাওয়া গেলে পুনরায় সেই ধারা মামলার সাথে জুড়ে দেওয়া হবে। শুল্ক আধিকারিকের বিরুদ্ধে ও এফ এই আর হয়েছে। এক মূল অভিযুক্ত অটো চালকের মা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ ও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার চারজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের বারইপুর মহকুমা আদালতে বিচারক জামিন দিয়েছেন ঘটনা তদন্ত চলছে প্রয়োজনে তাদের আবার ডাকতে হতে পারে। সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই কেসের আধিকারিক প্রবল প্রদীপবাবুর স্ত্রীকে মারধর করেছে অভিনেতা জামিন পায় কিভাবে?এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার জানান কোর্টের অর্ডার এখনো আমাদের হাতে আসেনি অর্ডার আসলে দেখে ব্যবস্থা নেবে।





