স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কিশোরীকে অপহরণ করে চম্পট দিল যুবক। এই ঘটনাকে ঘিরে রামনগর থানা এলাকার গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অপহরণকারীর বাবাকে ঘিরে প্রথমে বিক্ষোভ পরে উত্তেজনা বাড়লে ক্ষুব্ধ এলাকাবাসীর মারধর করে বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ অপহরণ কারীর বাবা গ্রামবাসীর ঘটনা জানতে গেলে খারাপ ব্যবহার করে। সেই কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়।
ঘটনার খবর পেয়ে রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে গনপিটুনির হাত থেকে অপহরণ কারীর বাবাকে উদ্ধার করে গ্রেফতার করে। রামনগর থানার ওসি অমিত দেব জানিয়েছেন গত ২৬ ফেব্রুয়ারি এক কিশোরী নিখোঁজ হয়। কিশোরীর সন্ধান না পেয়ে পরিবারের লোকেরা রামনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। বুধবার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়।
ধৃত অপহরণকারীর বাবাকে বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিনের আবেদন খারিজ করে জেল হাজতের নির্দেশ দেন।