প্রদীপ কুমার সিংহ:-বিভিন্ন দাবি নিয়ে আশা কর্মীরা শুক্রবার বারুইপুরের মিছিল করে। এই মিছিলটি শুরু হয় বারইপুর স্টেশন এক নম্বর প্লাটফর্মের পাশে কিশোর সংঘ মাঠে থেকে,শেষ হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। এই মিছিলে প্রায় ২০০ উপর আশা কর্মী অংশগ্রহণ করে।
এক আশা কর্মীর সঙ্গে কথা বলে জানা যায় সরকার তাদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা করছে। বিভিন্ন কাজে যে ইনসেন্টিভ আছে তা ঠিকমত দিচ্ছে না ,কাজের সময় কোন ঠিক নেই। কাজ করার জন্য পর্যাপ্ত সময় না দিয়ে মেলা,খেলা, দুয়ারে সরকারে ও পরীক্ষার কাজ করতে হচ্ছে তার প্রতিবাদে, অবিলম্বে ভাতা দ্বিগুণ করা সহ বিভিন্ন দাবিতে বারুইপুর হাসপাতালে বিক্ষোভ ও ডেপুটেশন দেয় আশা কর্মীরা।
Post Views: 18