Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

ভ্রমণ পরিকল্পনায় বদল আনছে ট্রাভেলার্স ক্লাব অ্যাণ্ড হলিডেজ।

ইন্দ্রজিৎ আইচ :- বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বাঙালি অভিনেত্রী পৌষমিতা গোস্বামী-র উপস্থিতিতে ‘ট্রাভেলার্স ক্লাব অ্যাণ্ড হলিডেজ’-এর অংশীদার অভিজিৎ চৌধুরী আজ তাঁর ভ্রমণ সংস্থার পরিষেবাগুলোকে ঢেলে সাজাবার কথা ঘোষণা করলেন।
এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যেসব ভ্রমণ সংস্থা ভারত সহ মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্তে ভ্রমণার্থীদের পাঠাতে সক্ষম তাদের মধ্যে উল্লেখযোগ্য এই সংস্থা।
ভারত সরকারের পর্যটন বিভাগের অনুমতি প্রাপ্ত ২৭ বছরের অভিজ্ঞতা লব্ধ এই ভ্রমণ সংস্থা বাঙালীদের শ্রেষ্ঠ উৎসবের সময় নিজেদের পরিষেবার উপর আলোকপাত করে জানিয়েছে, “আমাদের ভ্রমণ সংস্থা পর্যটন চলাকালীন বরিষ্ঠ নাগরিকদের সার্বিক সুযোগ সুবিধা দিতে বদ্ধপরিকর।
এবার থেকে সূচী অনুযায়ী নির্দিষ্ট দিনে শুরু হবে মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্দেশ্যে ভ্রমণ।
পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে ভ্রমণ পরিকল্পনার নকশায় বদল আনছে ‘ট্রাভেলার্স ক্লাব অ্যাণ্ড হলিডেজ’।”

অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাপরনাই অভিভূত হয়ে অভিনেত্রী তথা পরিচালিকা পৌষমিতা গোস্বামী জানান, “বাঙালি রূপ আমিও ভ্রমণ পিয়াসী, এখানে এসে সবার কাছে শুনছি সংস্থার কর্ণধার অভিজিৎ প্রতিটা বিদেশ ভ্রমণে ভ্রমণার্থীদের সাথে থাকেন, এটা সত্যি অনবদ্য একটা বিষয়। ভবিষ্যতে আমি যদি বাইরে কোথাও যাওয়ার কথা ভাবি, ‘সেক্ষেত্রে ট্রাভেলার্স ক্লাব অ্যাণ্ড হলিডেজ’ আমার প্রথম পছন্দের ভ্রমণ সংস্থা হতে পারে।”

Related News

Also Read