পূর্ব মেদিনীপুরের বাসিন্দা রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি।আমি সৌমেন দাকে বলবো অখিল দাকে দিয়ে ভালো করে একটা সেল বানিয়ে রাখুন, একদিন আসবে শুভেন্দুকে সংশোধনাগারে ঢোকাতে হবে।তখন ওর কলার ধরে সেই সেলে গিয়ে ভরবেন।সোমবার তমলুকের রামতারকে দলের বিজয়া সম্মেলনে যোগ দিয়ে এই ভাষাতেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমন করেন তৃনমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ।
কুনাল তীব্র আক্রমন করে বলেন ওষুধ পড়েছে,তাই মিথ্যা কথা বলছে, আর আমার কনফিডেন্স বাড়ছে। বলেন আমার ভালো লাগছে আমি যেখানে যাচ্ছি শুভেন্দু ছুটছে।তাছিল্য করে বলেন আপনারা যারা শুভেন্দুর এপার্টমেন্ট চাইছেন, যাদের সাথে দেখা করেনি তাদেরকে বলছি আমার কাছে আসুন, আমি ছুয়ে দিলেই শুভেন্দুর ডাক পাবেন।
কিছু সংবাদ মাধ্যমের সমালোচনা করে বলেন মুখ্যমন্ত্রী আমাকে বলল যে পূর্ব মেদিনীপুরে ভালো কাজ হচ্ছে ওদের সহযোগিতা করতে।সেই নির্দেস পেয়ে আমি এসেছি । কিন্তু কিছু মিডিয়া ফেক নিউজ করছে,বলছে কুনাল ঘোষ এর সভা ভেস্তে গেছে।
কুনাল বলেন বিজেপি চাইছে দুই একজন বিশ্বাসঘাতক দিয়ে বিভাজন করতে। আমি চ্যালেঞ্জ করে বলছি, সেই তালিকা প্রকাশ করা হোক যাদের রক্ত ও কর্মীদের আবেগকে ব্যবহার করে তৃণমূলে থেকে অধিকারী বাবুরা কতগুলি পদ ভোগ করেছে।
সিপিএম আর বিজেপি দুই ভাই,পঞ্চায়েত নির্বাচনে এরা তৃনমূলকে হারাতে গোপন আঁতাত করে লড়বে।মানুষ সেটা ধরে ফেলতেই কুৎস্যা করে বেড়াচ্ছে বাম-রাম নেতা-নেত্রীরা।