Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। পূর্ব মেদিনীপুরের দুটি সমবায়ে তৃনমূলের নিরঙ্কুশ জয় ।।

পুর্ব মেদিনীপুরের মহিষাদলের পর হলদিয়া ও পটাশপুরে সমবায়ে ফের বাম-রাম জোট মুখ থুবড়ে পড়লো।সবুজ ঝড়ে পরাস্ত হল বিরোধীরা।

বৃহস্পতিবারই পটাশপুর ২ নম্বর ব্লকে জবদা বিদ্যাসাগর সমবায় সমিতির ভোটে মনোনয়ন জমা দিতেই পারলো না সিপিএম-বিজেপি-কংগ্রেস।১৫টা আসনের সব আসনে শাসক তৃনমূল প্রার্থী দিলেও বিরোধীরা একটি আসনেও মনোনয়ন পেশ করার লোক খুঁজে পায়নি। ফলে নির্বাচন ছাড়াই ওই সমবায়ের বোর্ড গড়ছে রাজ্যের শাসকদল।


অপরদিকে হলদিয়ার বাঁশখানা সত‌্যনারায়ণ সমবায়ে মোট আসন ১২। আগেই ২টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। বৃহস্পতিবার বাকী ১০টি আসনে নির্বাচন হয়। মোট ভোটার ৭১০ জন। বিরোধীরা গোহারা হেরেছে। গড়ে দেড়শো ভোটের ব‍্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ১০টি আসনে জয়ী হয়েছেন। নিরঙ্কুশ জয় নিয়ে বিরোধীশূন্য বোর্ড দখল করল তৃণমূল।

Related News

Also Read