Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

সোনারপুরে আগ্নেয়াস্ত্র সহ ৬ দুষ্কৃতী গ্রেফতার


প্রদীপ কুমার সিংহ


স্কুল বা কলেজ ছাত্রী এইরকম অল্প বয়সী মেয়েদের টার্গেট করে তাদের উত্যক্ত করে চলত ছিনতাই ৷ বাইকে করে আচমকা তাদের পাশে এসে টোন কেটে বা শিস দিয়ে তাদের অন্যমনস্ক করা হত ৷ তারপর তাদের কাছে থাকা মোবাইল ফোন বা ব্যাগ নিয়ে ছিনতাই করে চম্পট দিত ৷ আগে থেকে ফলো করে এই কাজ করত তারা ৷

গড়িয়া, মহামায়াতলা, রাজপুর, সোনারপুর, বারুইপুর এলাকা জুড়ে চলত এই অপারেশন ৷ মুলত একা থাকলে তবেই তাদের টার্গেট করা হত ৷

ডাকাত সন্দেহে ধৄত ৬ জনকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি মোবাইল ও ৫টি চোরাই বাইক ৷


বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে সোনাপুর থানার অন্তর্গত পোলঘাট অঞ্চলের একটি কারখানার সামনে থেকে আগ্নেয়াস্ত্র সমেত ৬ দুষ্কৃতিকে গ্রেফতার করা হয় ৷এছাড়াও ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। মুলত চোরাই বাইক নিয়ে তারা বিভিন্ন অপারেশন করত ৷

এলাকার বেশ কিছু চুরি ও ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজে এই গ্যাংকে দেখতে পায় পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে আসিফ খান, সাহিল মন্ডল, বিলুয়ার হোসেন গাজি, সাগির গাজি, জাহাঙ্গীর গাজি ও রুপ নস্কর নামে মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ ৷

শনিবার এই ছয় অভিযুক্তকে বারইপুর মহকুমা আদালতে তোলার জন্য নিয়ে যায় সোনারপুর থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বারুইপুর মহকুমা আদালতে বিচারকের কাছে আবেদন করে।

Related News