পুলিশকে মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। ধৃত কাঁথি থানার সুজালপুর গ্রামের বাসিন্দা কৌস্তব কুন্ডু এবং দুলালপুর গ্রামের বাসিন্দা গৌতম মহাপাত্র কে শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামির না মঞ্জুর করে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে কয়েকজন যুবক মদ্যব অবস্থায় মান্দারমনি এলাকায় হাল্লাপাকাছিল। স্থানীয় মানুষজনের অসুবিধা সৃষ্টি করছিল। অভিযোগ পেয়ে কয়েকজনকে মন্দারমনি থানার পুলিশ ধরে নিয়ে আসে থানায়। পরে তাদের জরিমানা করে মুক্তি দেওয়া হয়।
তারপরে থানা থেকে বেরিয়ে তারা পুলিশের পেট্রোলিং গাড়ির পুলিশ আধিকারিক ও কর্মীদের উপরে চড়াও হয়। অভিযোগ তারা পুলিশ কর্মীদের মার ধরাও করে। সেই অভিযোগে যুক্ত দুজনকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে মন্দারমনি থানার পুলিশ।

Post Views: 59





