Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

বচসা থেকে হাতাহাতি, পরে ছুরির আঘাতে মৃত্যু যুবকের

মাঝরাতে অপরিচিত ব্যক্তিদের বাইককে করে ঘোরাঘুরি করতে দেখে বছর সা থেকে হাতাহাতি পরে ছুরি আঘাতে মৃত্যু হল এক যুবককে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে থানার অন্তর্গত মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া প্রাইমারি স্কুল মাঠ এলাকায়। শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ টগরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তিন যুবকের বাইকনিয়ে যাওয়ায় আটকায় স্থানীয় ৩ যুবক। এত রাতে পাড়ার রাস্তায় তারা কোথায় যাচ্ছে ? তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয়। শুরু হয় বচসা। তারপরে হাতাহাতি এবং অবশেষে স্থানীয় বাসিন্দা জগাই, অরূপ ও ভূত নামে তিনজন মিলে আক্রমণ করে ও বাইক আরোহী শুভঙ্কর মন্ডলকে। ছুরি মারতে শুরু করে বলে পুলিশকে জানাই মৃত বাইক আরোহীর দুই সঙ্গী। শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শুভঙ্কর কে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বারুইপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরো একজনকে আটক করেছে। রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। পানিও সূত্রের খবর শুভঙ্কর মন্ডল কয়েকজন মাসির টগর বেডিয়া এলাকায় থাকে। মাঝে মাঝে যাতায়াত করতো শুভঙ্কর মন্ডল।

শুভঙ্কর মন্ডলের একমাত্র বলেন রাতের বেলা এই গন্ডগোলের ঘটনায় তারা এসে মিটমাট করে দিয়ে যায়। তারা চলে যাওয়ার পর শুভঙ্কর মন্ডলকে স্থানীয় তিন ছেলে চুরি দিয়ে আঘাত করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর শুভঙ্কর মন্ডলের মৃত্যু হয়। এই ঘটনা শুভঙ্কর মন্ডল আত্মীয় ও পাড়ার লোকেদের আতঙ্কে সৃষ্টি হয়।

রবিবার সকালে জগাই নস্কর সাংবাদিকদের বলেন ঘটনা যখন ঘটে তিনি যখন ছিলেন। তিনি বলেন রাতের বেলা তিনজন বাইক নিয়ে যাচ্ছিল তখন বাইক দাঁড় করানো পর তাদের মধ্যে বছর হয়। তিন বাইক আরোহীর মধ্যে একজন বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ করেন। তিনি সেই গন্ডগোল ঠেকিয়ে বাড়ি চলে যান তারপর কি ঘটনা হয়েছে তিনি আর বলতে পারেননি। তারপর সকালে শুনছেন শুভঙ্কর মন্ডল চুরির আঘাতে মৃত্যু হয়েছে। রবিবার সকালে যখন সাংবাদিকদের এই কথা বলেন তারপরে বারুইপুর থানা পুলিশ জগাই নস্কর কে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার চারজনকে মোট ৪ আটক বারুইপুর থানা পুলিশ সূত্রে খবর ওই চারজনকে জিজ্ঞেস করা চলছে। তদন্ত করছে বারুইপুর থানার পুলিশ।

Related News

Also Read