Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

অভিনব মন্ডপ জগদ্ধাত্রী পুজোর  

প্রদীপ কুমার সিংহ

দুর্গাপূজা,কালী পূজার পর এইবার জগদ্ধাত্রী পূজা উৎসব এসে গেল। আর কয়েকদিন পরেই জগদ্ধাত্রী পূজা। সাধারণত জগদ্ধাত্রী পূজা হুগলি জেলা চন্দননগরের এই জগদ্ধাত্রী পূজা বিখ্যাত। এখানকার মন্ডপের থিমে, আধুনিক লাইটে এবং বড় বড় প্রতিমা মানুষকে আকর্ষণ করে। তবে এই পূজা আগে সাধারণত আমাদের এদিকে দিন হত কিন্তু এখন পঞ্চমীর দিন উদ্বোধন হয় দশমী পর্যন্ত এই পূজা চলে। বারুইপুরে বিভিন্ন জায়গায় কয়েকটি বড় বড় পূজা হয়। এখানকার পূজার মন্ডপ আলোকসজ্জা প্রতিমা দেখার মত হয়।

বহু দর্শনার্থীরা বারুইপুর সহ বিভিন্ন জায়গা থেকে এই পূজা গুলিতে ভিড় করে। তার মধ্যে অন্যতম পূজা হচ্ছে বারুইপুর মহাকুমা হাসপাতালের সামনে বারুইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চতুর্থ বছরের জগদ্ধাত্রী পূজা এবারের। এই পূজা কমিটির সম্পাদক সজল কুমার মিত্র সঙ্গে কথা বলে জানা যায় এই পূজার মন্ডপের থিম করেছে খির্কি থেকে সিংহ দুয়ার। অসাধারণ এই মন্ডপের কাজ তৈরি হচ্ছে। এই মন্ডপটির তৈরি করছে বারুইপুরের দিল্লি ডেকোরেটার্স। এই মন্ডপ তৈরি করছে বাঁশ, দড়ি, কাঠ প্লাই সহ অন্যান্য জিনিস দিয়ে। একটি রাজ বাড়ির দালাল আদলে এই মন্ডপটি হচ্ছে। মন্ডপের সামনের দুটি সিংহ বসানো আছে দুটি দুদিকে হনুমান আছে। এই মন্ডপের জগদ্ধাত্রী প্রতিমা রূপদান করেছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সনাতন রূদ্র পাল। চন্দননগরের করুণাময়ী ইলেকট্রিক আলোকসজ্জা আলোকিত হয়েছে। আজ অর্থাৎ রবিবার এই পূজার উদ্বোধন অনুষ্ঠান হবে। এই পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ গুণীজন সম্বর্ধনা মায়ের ভোগ মহাপক প্রসাদ বিতরণ সহ চার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে সপ্তমী অষ্টমী নবমী মায়ের মহা ভোগ প্রসাদ বিতরণ করা হয় সাধারণ মানুষকে।

Related News

Also Read