Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। ভবঘুরেদের পিঠে খাওয়ালো কাঁথির চৌরঙ্গী লায়ন্স ক্লাব ।।

আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্সের জন্মদিন উদযাপন ও হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব পৌষ সংক্রান্তি উপোলক্ষ্যে শনিবার সকালে ভবঘুরে ও পথচলতি মানুষদের পিঠা খাওয়ালো কাঁথির চৌরঙ্গী লায়ন্স ক্লাব।


কাঁথি পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি।ছিলেন জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র,চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সভাপতি শশাঙ্ক হাজরা,কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বারিদ বরন মন্ডল,ডাঃ অনুতোষ পট্টনায়ক,ডাঃ নন্দিতা পট্টনায়ক প্রমুখ।


চৌরঙ্গী লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বজিৎ মাইতি জানিয়েছেন এদিন কাঁথি শহরের বিভিন্ন প্রান্তের ৩০-৪০ জন ভবঘুরে ও পোস্ট অফিস চত্বর দিয়ে যাওয়া শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে পিঠা।


রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি এই কর্মসূচীর উদ্বোধন করে চৌরঙ্গী লায়ন্স ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানান।বলেন চৌরঙ্গী লায়ন্স ক্লাবের কারনে কাঁথির মানুষ এক অভিনব কর্মসূচীর সাথে পরিচিত হল ।মন্ত্রী বলেন এমন ভাবে আরো অভিনব পন্থায় আগামীদিনে চৌরঙ্গী লায়ন্স ক্লাব মানুষের কাছে সেবা পৌঁছে দেবে বলে বিশ্বাস করি।



কাঁথি চৌরঙ্গী লায়ন্স ক্লাবের ভবঘুরে ও পথচলতি মানুষদের পিঠা খাওয়ানোর কর্মসূচীটি পরিচালনা করেন ক্লাবের সম্পাদক পৃথ্বীশ খান্ডা।

Related News