বাজ পড়ে গুরুতর আহত হল একাদশ শ্রেণির ছাত্র। বুধবার স্কুল থেকে ফেরার পথে ভূপতিনগর থানার ঘরবাড়ি গ্রাম পঞ্চায়েতের নাজির বাজারের কাছাকাছি ঘটনাটি ঘটে।
বিকালে নাজিরবাজার হাই স্কুল থেকে সাইন দীপ প্রধান বাড়ি ফিরছিল। সেই সময় এবং বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের ঘায়ে গুরুতর আহত হয়ে সন্ধ্যা হেরিয়ে রাস্তায় পড়ে যায়। সেই সময় জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন শেষ করে ফিরছিলেন খেজুরি দুই ব্লকের আইএনটিটিইউসির লোক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য গৌরী শংকর দাস।
ছাত্রটিকে দেখতে পেয়ে তড়িঘড়ি তার গাড়িতে তুলে একটি বেসরকারি নার্সিংহোম ভর্তি করেন। খবর পেয়ে ছুটে আসেন নবনির্বাচিত জেলা সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।নার্সিংহোমে যান ছাত্রটিকে দেখতে। এই ঘটনা এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরে নার্সিংহোম থেকে ছাত্রের পরিবারের খবর দিলে পরিবারের লোকেরা আসে। ছাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসা চলছে।