ভগ্ন কাঠের সেতু মেরামতের জন্য বিডিও অফিস ও সেচ দপ্তরে ডেপুটেশন দিল এগরা দুই ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের কুলটিকরি গ্রামের বাসিন্দারা। শুক্রবার এই ডেপুটেশনে নেতৃত্ব দেন গুরুপদ জানা ও পীযূষ কান্তি জানা। ডেপুটেশনে অংশগ্রহণ করে গ্রামের শতাধিক মানুষ।
অভিযোগ গত শারদ উৎসবের সময় কুলটিকরীর মন্ডলপাড়ার খালের উপর কাঠের সেতু মেরামত হয়েছিল এগরা ২ পঞ্চায়েত সমিতি ও সেচ দপ্তরের যৌথ উদ্যোগে। এক বছরের মধ্যে এই সেতুর বেহাল দশা। ঝুঁকিপূর্ণভাবে এলাকার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ যাতায়াত করছে। যে কোন সময় যে কোনদিন দুর্ঘটনার শিকার হতে পারে এলাকার বাসিন্দারা।
অভিযোগ মেরামতের জন্য বহুবার পঞ্চায়েতকে জানিও কোন কাজ হয়নি। এই কারণে এদিন গ্রামবাসী ডেপুটেশন দেয় সেচদপ্তর ও বিডিও অফিসে। বর্তমান মাঠ থেকে ফসল ওঠার সময় হয়েছে। সেই কারণে সেতু মেরামত জরুরী বলে গ্রামবাসী জানিয়েছি।

