Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

পথ কুকুরদের ভ্যাকসিন প্রদান।

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার
এগরা ১ নং ব্লকের প্রানী সম্পদ দফতর এর উদ্যোগে উই কেয়ার ফাউন্ডেশনর সহযোগিতায় পথ কুকুরদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।প্রায় ২৫ টি কুকুর কে ভ্যাকসিন প্রদান করা হয়।

কুদি,দোবাধি,এগরার বিভিন্ন স্থানে কুকুর দের ভ্যাকসিন প্রদান করা হয় ।
উই কেয়ার ফাউন্ডেশনর পক্ষ থেকে সভাপতি সুভাষ নন্দ ধন্যবাদ জানান ফাউন্ডেশন র যোদ্ধা ও পশুপ্রেমী নন্দ গোপাল সিংহ , অঙ্কিতা নায়ক ,সাগর জানা কেও অন্যান্য দের কে।

সম্পাদিকা উজ্জয়িনী ব্যানার্জী
ধন্যবাদ জানান এগরা প্রানী সম্পদ উন্নয়ন আধিকারিক কে,এই বিশেষ দিনে ফাউন্ডেশন র সহযোগিতা কামনা করার জন্য।উনি
বিশেষ ধন্যবাদ জানান পশুপ্রেমী অমিত দাস , সোমনাথ ব্যানার্জী ও সুশোভন সিংহ কে এই কাজে সাহায্য র হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

Related News

Also Read