প্রদীপ কুমার সিংহ
স্কুলে মিড ডে মিলের রান্না করার সরমজাম চুরি। তাই স্কুলের ছাত্র ছাত্রদের বিস্কুট খাওয়াতে হল মঙ্গলবার। স্কুলে চুরি, বন্ধ মিড ডে মিল। ছাত্র দের দেওয়া হচ্ছে বিস্কুট। এমনই ঘটেছে বারুইপুর থানার অন্ততগ উত্তরভাগ কলোনি হাই স্কুলে। অভিযোগ, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়া মিটে মিলের রাধুনী তারা এসে দেখে গেটে তিনটি তালা ভাঙ্গা অবস্থায় নিচে পড়ে আছে।

তাদের থেকে সুন্দর হয় স্কুলে রান্না ঘরের মধ্যে ঢুকে দেখে মিড ডে মিল রান্না তৈরি করার সরঞ্জাম কোথাও নেই। দুষ্কৃতীরা সব চুরি করে নিয়ে পালায়। স্কুলের গেটের তিনটি তালা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। রান্নাঘরের তালাও ভাঙে। ভিতর থেকে খোয়া গিয়ে চারটি গ্যাস সিলিন্ডার ও চারটি সাইকেল।

মঙ্গলবার সকালে স্কুলে মিড ডে মিলের রান্না করতে এসে রাঁধুনিদের মাথায় হাত। কী করে হবে রান্না ভেবে আকুল তাঁরা। শেষে শিক্ষকরা দোকান থেকে বিস্কুট কিনে আনেন। তাই দেওয়া হয় ছাত্রদের। চুরির ঘটনায় আতঙ্কিত শিক্ষকরা। বারুইপুর থানায় মঙ্গলবার দুপুরে অভিযোগ দায়ের হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও স্কুলে চুরির ঘটনা ঘটেছিল। কিছু দিন আগে চম্পাহাটি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডার চুরি হয়েছিল। বিভিন্ন স্কুলে ছুটি হওয়ায় প্রশাসন উদাসীন। কিছুদিন আগে বারুইপুর থানা অন্ততগ উত্তর উকিলপাড়া ভাই ভাইয়ের সংঘের গৃহেচালু ছিল সেখানেও আই সি ডি এস সেন্টার অর্থাৎ খিচুড়ি স্কুল চালু ছিল সেখানেও রান্না তৈরি করার জিনিস সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।





