Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। কালের আবর্তে ।।

প্রতাপ মণ্ডল

অবিরাম বয়ে চলতে চলতে এখন মাঝে মাঝে থামতে হয় নৌকোর চারপাশটায় চোখ বুলিয়ে নিই, হয়েছে বইকি ক্ষয়!

শৈশবের সেই বাঁধভাঙ্গা উচ্ছাস নেই আর যৌবনের প্রাণশক্তি এখন দুলকি চালে চলেছি, কি জানি কবে পাই মুক্তি…!

আমার নৌকোর খোলটায় এক এক জায়গায় ধরেছে পচন তবু হাত বুলিয়ে দেখি ওখানটায়, মেরামত করতে চায় মন।

কালের আবর্তে জানি আর করা যাবে না ওটা মেরামত এবার শুধু ভাঙতেই থাকবে, তবু খুঁজি যদি পাই কোনো পথ।

মাঝে মাঝে বড্ড তাড়া লাগে, যত তাড়াতাড়ি পৌঁছনো যায় একা একা আর বইতে পারি না, মাঝে মাঝে হয়ে পড়ি অসহায়।



তোমাকে নিয়ে যে দাঁড় বাইবো, সে সাধ্য আমার আর কোথায় তবু তুমি বসতে চাও আমার এই পচা-গলা নৌকায়…..
দেখেছো কেমন প্রাণশক্তি ফুরিয়ে যাচ্ছে, পালে অজস্র ফুটো যদি নৌকা ডোবে, আমি পারবোনা ধরতে তোমার হাত দু’টো।

তারচেয়ে তুমি খুঁজে নাও শক্ত একটা নৌকা, অন্য কোনো মাঝি
কেনো মিছিমিছি জেদ করছো? কেনো প্রাণটা রাখতে চাও বাজি?
তুমি কেনো অবুঝের মতো বায়না করো? এ নৌকা তোমার জন্য নয়!

অবিরাম বয়ে চলতে চলতে এখন মাঝে মাঝে থামতে হয়।

Related News

Also Read