সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার কি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হল। বৃহস্পতিবার সকালে রামনগর -১ব্লকের তালগাছারী -২ গ্রাম পঞ্চায়েতের জামড়াশংকরপুর এলাকার সমুদ্র সৈকত থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে।
স্থানীয়রা সন্ধান করতে গেলে দেখতে পায় মধ্যবয়স্ক এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। অজ্ঞাত ব্যক্তির পরনে গামছা এবং পা দড়ি বাধা রয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর জল্পনা শুরু হয় এবং বহু মানুষ যদিও দেখতে হাজির হয়।
মান্দারমনি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।
গত কয়েকদিন আগে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছিল এই এলাকায়। এবারও এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ালো। স্থানীয় মানুষের মত মৃত ব্যক্তি একজন মৎস্যজীবী হতে পারে। মৎস্য শিকারের সময় সমুদ্রে পড়ে মৃত্যু হওয়ার ঘটনা ঘটতে পারে। তবে নিশ্চিত নয় কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল এবং মৃতদেহ এসে সমুদ্র সৈকতে লাগলো।
স্থানীয়দের অনুমান সমুদ্রের জলে ভেসে এসে লেগেছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যুর কারণ এবং মৃতদের পরিচয় উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে।