Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

খেজুরীর নিজকসবায় বোর্ড গঠনের দিন চললো গুলি,বোমা:আহত ১৩ জন ।

পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে খেজুরি দুই ব্লকের নিজকসবায় ঘটে গেল ধুমধুমার কান্ড। ব্যাপক বোমাবাজি গুলি চালানোর ঘটনা ঘটলো। এই ঘটনায় তিনজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ এবং ১০ জন আহত হয়েছে বলে অভিযোগ।বিজেপির অভিযোগ শুধু তাদের কর্মীরাই নয়,তৃনমূলের দুষ্কৃতীদের হামিলায় তালপাটি কোস্টাল থানার ওসি সহ ১০ জন পুলিশ কর্মী আহত। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক তাপস দলাই দাবি করেছেন এই পঞ্চায়েত যাতে বিজেপি দখল করতে না পারে তার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা ব্যাপক হামলা চালায়। তিনজন গুলিবিদ্ধ বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য তমলুক পাঠানো হয়েছে।

তিনি দাবি করেছেন ২৮ আসন বিশিষ্ট নিজ কসবা গ্রাম পঞ্চায়েত। নির্বাচনে ১৬ টি বিজেপি এবং ১২ টি তৃণমূল জয় লাভ করে। সেই কারণে বিজেপি সদস্যদের ছত্রভঙ্গ করে তৃণমূল বোর্ড গঠন করার লক্ষ্যে তৃণমূলী দুষ্কৃতীরা হামলা চালায়। তা সত্ত্বেও তৃণমূল কে পর্যদস্ত করে বিজেপি বোর্ড গঠন করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার দায় অস্বীকার করেছে। দাবি করেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে

Related News

Also Read