রাজস্থানের ৬টি উট পাওয়া গেল সুতাহাটায় - Ekhansangbad

Select Language

[gtranslate]
৩রা শ্রাবণ, ১৪৩২ শুক্রবার ( ১৮ই জুলাই, ২০২৫ )

রাজস্থানের ৬টি উট পাওয়া গেল সুতাহাটায়

রাজস্থান থেকে বেআইনি ভাবে পাচার হয়ে আসা ৬টি উটকে উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে হলদিয়ার পশু প্রেমিক সংগঠনের পক্ষ থেকে সুতাহাটা থানায় খবর আসে বাসুলিয়া এলাকাতে ৬টি উট আছে। গোপন সূত্রে খবর পেয়ে বাসুলিয়া এলাকায় পুলিশ হানা দেয়। ৬ টি উটকে উদ্ধার করে সুতাহাটা থানায় নিয়ে আসা হয়। একটি উট অসুস্থ থাকায় ওই এলাকায় রেখে তার পরিচর্যা করা হচ্ছে।

উট রাজস্থানের জাতীয় পশু। সুত্রের খবর এগুলিকে রাজস্থান থেকে চোরাপথে আনা হয়েছিল। উদ্ধার হওয়া ৬টি উটকে নিয়ে মাথা ব্যাথার কারণ হয়েছে সুতাটা থানার। সারাদিন এই ৬ টি উটের পরিচর্যা দিতে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার ব্যস্ত হয়ে পড়েছেন।

 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আদালতের নির্দেশ পেলেই এই উট গুলোকে রাজস্থানে ফেরত পাঠানো হবে। এই ঘটনাকে কিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related News

13:20