এস এফ আই র আন্দোলনে ইউনিয়ন রুমে তালা পড়ল - Ekhansangbad

Select Language

[gtranslate]
৮ই শ্রাবণ, ১৪৩২ বুধবার ( ২৩শে জুলাই, ২০২৫ )

এস এফ আই র আন্দোলনে ইউনিয়ন রুমে তালা পড়ল

এস এফ আই’র টানা আন্দোলন ও অনড় অবস্থানের ফলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অবৈধ ভাবে চলা ইউনিয়ন রুমের তালা লাগাতে বাধ্য হলেন কলেজ কর্তৃপক্ষ। আদালতের নির্দেশকে অমান্য করে কলেজ কর্তৃপক্ষ এবং তৃনমূল ছাত্র পরিষদ ইউনিয়ন রুমে এখনো পর্যন্ত নানান ধরনের অবৈধ কাজকর্ম করে চলছে। এসএফআই কয়েক দফা দাবি নিয়ে আজকের একটা বিশাল মিছিল করে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ দেখায়। তাদের দাবি গুলোর মধ্যে ছিল, কলেজেরই প্রথম বর্ষের ছাত্র সুমিত মন্ডল তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি তাকেই ,কলেজের অস্থায়ী কর্মচারী হিসাবে নিয়োগ করা হয়েছে। এই তৃনমূল কর্মী চারবছর ধরেই প্রথম বর্ষের পড়ুয়া হয়েই রয়েছে।কলেজের পড়ুয়াদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ।

এমন দুর্নীতির চিত্র প্রথম সামনে আনে এসএফআই। এস এফ আই এর দাবি বহিরাগতদের ক্যাম্পাস ইউনিয়ন রুম ঢোকা চলবে না, অবৈধ নিয়োগ বাতিল করতে হবে, আদালতের নির্দেশ অনুযায়ী ছাত্র সংসদের অফিস বন্ধ করা, ইউনিয়ন ফি নেওয়া সমস্ত টাকার হিসাব প্রকাশ করতে হবে।অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে।

কলেজ অধ্যক্ষ এই ডেপুটেশন গ্রহণ করতে না চাওয়ায় কলেজের গেটে এসএফআইয়ের বিক্ষোভ অবস্থান চলে। ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ অবস্থান অনড় থাকায় , অধ্যক্ষ বাধ্য হয়ে ফোনে  ইউনিয়ন অফিসে তালাবন্ধ করেন । এবং জানান ,বাকি সমস্ত দাবি নিয়ে কলেজের সাধারণ সভায় আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, এসএফআই পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক জাকির হোসেন মল্লিক ও সভাপতি সৈকত মাজী সহ নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ছাত্র ছাত্রীরা।

Related News

08:33