Select Language

[gtranslate]
২৭শে শ্রাবণ, ১৪৩২ সোমবার ( ১১ই আগস্ট, ২০২৫ )

কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের ডাকে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা

২১ জুলাই শহীদ দিবসে ধর্মতলা চলো কর্মসূচীকে সাফল্য মন্ডিত করে তুলতে কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের ডাকে কাঁথির বীরেন্দ্র স্মৃতি সৌধে একটি প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

 

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পিযূষ কান্তি পন্ডা,কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, কাঁথি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসাধন দাস অধিকারী, শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ইলা মান্না, কাউন্সিলর অতনু গিরি, আলেম আলি খান, তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য, পম্পা জানা মাইতি, রুমা দাস, কাঁথি ১ ব্লক তৃণমূল সভাপতি সুনীত পট্টনায়ক, মহিলা নেত্রী তানিয়া জানা প্রমুখ।

 

আলোচনা সভায় উপস্থিত বক্তাগণ ২১ জুলাইয়ের তাৎপর্য তুলে ধরেন ও সকলকে ধর্মতলা যাওয়ার আহ্বান জানান এবং ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে ভোট দিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার অনুরোধ জানান।২১ টি ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি গণ এই সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

সভায় সভাপতিত্ব করেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাঁথি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ নায়ক।

Related News

Also Read

01:26