Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। জল বঞ্চনা, প্রতিবাদে আন্দোলনে পাঁশকুড়ার জগৎপুরের বাগানপাড়ার বাসিন্দারা ।।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জগতপুর বাগানপাড়া এলাকার মানুষজনকে দীর্ঘদিন ধরেই পানীয় জল সমস্যায় ভুগতে হচ্ছে।

অভিযোগ টিউবয়েল থাকলেও দীর্ঘদিন বিকল হয়ে পড়ে রয়েছে।২০১৮ সালে সজল ধারা প্রকল্পের ঘরে ঘরে জলের ট্যাপ দিলেও জল কিন্তু মেলেনি।এলাকাবাসীর অভিযোগ পানীয় জল দূর থেকে তাদের আনতে হয় খাওয়ার জন্য, নয়তো পুকুরের জল খেয়েই তারা দিন যাপন করছেন। প্রশাসনের বঞ্চনার শিকার প্রায় চল্লিশটি পরিবার।এই পরিবার গুলির সদস্য-সদস্যাদের পানীয় জল বঞ্চিনার শিকার হতে হচ্ছে।


দীর্ঘ তিন বছর ধরে এখানকার বাসিন্দাদের পুকুরের জল খেতে থাকতে হচ্ছে।এর জেরে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তে হয় তাঁদের।স্থানীয় বাসিন্দাদের দাবি ক্ষমতাসীন দল তৃনমূলের পাশাপাশি বিজেপি-সিপিএম-কংগ্রেসের নেতৃত্বদের বহুবার এই বিষয়ে অভিযোগ করেও কোন লাভ হয়নি।

পাঁশকুড়ার জগৎপুরের বাগানপাড়া এলাকার বাসিন্দারা হুমকী দিয়েছেন এই জল বঞ্চনার প্রতিবাদে তাঁরা এবার গন আন্দোলনে নামবেন।

Related News

Also Read