Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কাঁথির পোস্ট অফিস মোড়ে বিজেপির পরিবর্তন সভা

পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি নগর মণ্ডলের উদ্যোগে কাঁথি পোস্ট অফিস মোড়ে পরিবর্তন সভা হলো শুক্রবার বিকালে।

 

কাঁথি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড তথা ১০ নম্বর শক্তি কেন্দ্রে আয়োজনে কাঁথি পোষ্ট অফিসের সামনে বর্তমান রাজ্য সরকারের শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য, রেশনের চাল চুরি ও এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়।

 

এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা, জেলা সহ সভানেত্রী বনশ্রী মাইতি, জেলা কোষাধ্যক্ষ তাপস দলাই, জেলা সম্পাদক সুশীল দাস, জেলার অন্যতম নেতৃত্ব মনোরঞ্জন সিংহ,কাঁথি সাংগঠনিক জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার সোস্যাল মিডিয়া ইনচার্জ বিশ্বজিৎ পণ্ডা, কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদক সাহেব গিরি ও বুদ্ধদেব মান্না সহ কাঁথি নগর মন্ডলের নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ। এই সভায় বক্তাগণ তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ করে রাজ্য সরকারের নীতির তীব্র প্রতিবাদ করেন।

Related News

Also Read