পর্যটন শিল্পে হোটেল ব্যবসায় বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে শুক্রবার পর্যটন দপ্তরের মুখ্য সচিবের সঙ্গে দেখা করলেন হোটেল মালিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ। তাজপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল দাস বলেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল হোটেলিয়ার্স এর প্রতিনিধি দল রাজ্য পর্যটন দপ্তরের মুখ্য সচিবের সঙ্গে দেখা করে এলাকার একাধিক সমস্যার কথা তুলে ধরেন। মুখ্য সচিব জানিয়েছেন এই সমস্ত সমস্যাগুলি সমাধানের জন্য চেষ্টা করবেন এবং পর্যটন শিল্পকে আরো উন্নত করার প্রয়াস চালাবেন। উল্লেখ্য সদ্য সমাপ্ত ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল হোটেলিয়ার্স বার্ষিক রাজ্য সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে উঠে আসা বিভিন্ন এলাকার একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়। সমাধানের লক্ষ্যে দীর্ঘ আলোচনা ও হয় বলে শ্যামল বাবু জানিয়েছেন। বার্ষিক সম্মেলনে উঠে আসার সমস্যাগুলি নিয়ে শুক্রবার পর্যটন দপ্তরের মুখ্য সচিবের সঙ্গে আলোচনা হয়। শ্যামল বাবু জানিয়েছেন তাজপুর হোটেল এসোসিয়েশনের তত্ত্বাবধানে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল হোটেলিয়ার্স এর বার্ষিক সম্মেলন সাফল্যের সঙ্গে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি কৃষ্ণেন্দু চ্যাটার্জি সম্পাদ নন্দন দেবরায় ও তাজপুর হোটেল ইয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল দাস যুগ্ম সম্পাদক কল্যান শেঠ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ২৬ হাজার হোটেল মালিকের সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল হোটেলিয়ার্স এর ২৫০ প্রতিনিধি নিয়ে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কালিম্পং, দার্জিলিং সহ অন্যান্য এলাকার হোটেল মালিকগণ অংশগ্রহণ করেন। সম্মেলন সাফল্যের সঙ্গে হওয়ায় তাজপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন কে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
