পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আগামী ২৪ ডিসেম্বর টেট পরীক্ষার জোরালো প্রস্তুতি চলছে। গীতা পাঠের জন্য টেট পরীক্ষার দিন বদলের আবেদন জানিয়েছিল পশ্চিম মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়েছেন। ২৪ ডিসেম্বর টেট পরীক্ষা হচ্ছে বলে জানিয়ে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ এর সভাপতি হাবিবুর রহমান। তিনি বলেন জেলাশাসকের নেতৃত্বে স্বচ্ছতা বজায় রেখে এবারের টেট পরীক্ষা হবে। জেলায় প্রায় আঠারো হাজার পাঁচশ পরীক্ষার্থী ৫৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে। সেইভাবে পর্যবেক্ষক দল ৫৫ টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন।

পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পানীয় জলের ব্যবস্থা সহ অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো ঠিক আছে কিনা দেখছেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো থাকবে। পরীক্ষার্থীদের এবার বায়োমেট্রিক এর মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রবেশাধীকার দেওয়া হবে। নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সুপার তদারকি করছেন। পরীক্ষার দিন রাস্তায় পর্যাপ্ত বাস থাকবে। কোথাও যাতে যানজট না হয় তার ব্যবস্থাও করছে জেলা ট্রাফিক বিভাগ। সব মিলিয়ে পরীক্ষা শান্তিপূর্ণ করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। এই পরীক্ষা গ্রহণের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান ঘটবে বলে ডিপিএসসির সভাপতি বলেন।
