সোমবার সকালে ঘাটাল পাঁশকুড়া সড়কে হাওড়াগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। মেছোগ্রাম বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়।
সূত্রের খবর একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই এমন রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায় ওই বাসটি। স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে, এবং নিজেরাই উদ্ধার কাজে নেমে পড়েন।
পরে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। পরে দুটো ক্রেন নিয়ে এসে বাস থেকে নয়নজুলি থেকে তোলা হয়। এই দুর্ঘটনায় বহু যাত্রীরা আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়, তবে এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই।

Post Views: 25