দরগা থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল স্বামী-স্ত্রীর।মোহাইল গ্রামের রেলসেতু পার হওয়ার সময় তাঁরা ট্রেনে কাটা পড়েন।মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়।
জানা গেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর।মৃতদের নাম মো. আরজু (৫০) ও সম্পা বেগম (৪৫)।এদের বাড়ি গোপালপুর উপজেলার রাজগোলাবাড়ি
গ্রামে। ভূঞাপুর রেলস্টেশনের মাস্টার মো. আবদুল কাদের বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ নম্বর মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মো. আরজু ও সম্পা
বেগমের।
স্থানীয় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার বলেন, দুপুরে স্বামী-স্ত্রী দুজনে মোহাইল গ্রামে যুগীরগোফা নামের একটি দরগায় শিরনি দিতে যান। সেখান
থেকে রেললাইন দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। মোহাইল গ্রামের রেলসেতু পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন
https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL
https://youtube.com/@ekhansangbad5105
সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫