Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। হলদিয়া ল’ কলেজের সামনে পড়ুয়াদের বিক্ষোভে ।।

হলদিয়ার গান্ধীনগরে ল’কলেজের গেট আটকে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।বুধবার থেকে কলেজে পরীক্ষা হওয়ার কথা ছিল।কিন্তু পরীক্ষায় না বসে গেট আটকে দীর্ঘসময় ধরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।আওয়াজ ওঠে ‘প্রিন্সিপাল গো ব্যাক’। সূত্রের খবর কিছুদিন আগে কলেজে নতুন প্রিন্সিপাল এসেছে।তিনি একাধিক নতুন নিয়ম প্রণয়ন করেছে।আর তাতেই সমস্যা পড়েছে পড়ুয়ারা।


তাঁদের দাবি, পরীক্ষা শুরুর একদিন আগে সোমবার কলেজ কর্তৃপক্ষ একটি নতুন নির্দেশিকা ঘোষণা করেছে।যেখানে বলা হয়েছে প্রতিটি সেমিস্টারে ৭৫% উপস্থিতি প্রয়োজন।৭৫% এর নিচে অনুপস্থিত শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই অভ্যন্তরীণ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বসার অনুমতি পাবে না।ম্যানেজমেন্ট এবং প্রিন্সিপাল সিদ্ধান্ত চূড়ান্ত বলেও জানানো হয়েছে।কিন্তু তা মানতে নারাজ পড়ুয়ারা।

তাদের কথায় পরীক্ষার একদিন আগে এমন হঠকারী সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না।তাই আমরা ওই বিক্ষোভ প্রদর্শন করছি।

Related News

Also Read