Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। তৃনমূলের টিকিটে জয়ী মিমি চক্রবর্তীর মামী ।।

গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে তৃনমূলের টিকিটে জয়ী হলেন সাংসদ মিমি চক্রবর্তীর মামী।যদিও তৃনমূলের তিন মামীই এবার একটাই আসনে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিলেন।তবে শেষ হাঁসি হাঁসলেন তৃনমুলের প্রার্থী।

জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ১৭/১৫৫ নম্বর বুথ থেকে এবারের পঞ্চায়েত ভোটের আকর্ষণ ছিলেন একই পরিবারের তিন বউ, আবার যারা কিনা অভিনেত্রী তথা তৃনমূল সাংসদ মিমি চক্রবর্তীর মামী।
ভোটের ঢাকে কাঠি পরতেই এই তিন পঞ্চায়েত ভোট প্রার্থী আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছিলেন,
সম্পর্কে একে অপরের জা হলেও ভোট ময়দানে যে যার মতোই তৈরি করেছিলেন রণকৌশল।
অবশেষে মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত ভোটের গণনার পর শেষ হাসি হাসলেন তৃনমূল প্রার্থী। , দুই জা কে ভোট যুদ্ধে পরাজিত করে জয়ী তৃনমূল প্রার্থী পুনম চক্রবর্তী বলেন।

এবারে এলাকায় যে কাজ গুলো হয়নি সেই গুলো দ্রুত করার চেস্টা করবো।
এই জয়ের পেছনে আমাদের পরিবারের সবার যেমন অবদান রয়েছে তাঁর থেকেও যারা আমায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছে তাদের ও অনেক বড় ভূমিকা রয়েছে।
জয়ী হবার পরেই মামীকে কলকাতা থেকে ফোন্নকরে শুভেছা জানিয়েছে মিমি চক্রবর্তী।

Related News

Also Read