দীর্ঘদিন পৌর কর্মচারীদের স্থায়ীকরণ , সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা , দৈনিক ৬০০ টাকা মজুরি দাবি নিয়ে আগামী ২৮ নভেম্বর কলকাতা অভিযানের ডাক দিয়ে একটি কনভেনশন হয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে। আজ শুক্রবার কাঁথি সুকুমার সেনগুপ্ত ভবনে কাঁথি পৌর কর্মচারীদের নিয়ে কনভেনশন হয়।

কনভেনশনে সিদ্ধান্ত হয়। আগামী ২৮ নভেম্বর দুপুর ১টায় কলকাতা কর্পোরেশন অফিসে , রাজ্যের পৌর মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দেবেন। অপর দাবি গুলোর মধ্যে আছে অস্থায়ী কর্মীদের দীর্ঘদিন কাজ করার পরেও স্থায়ীকরণ হচ্ছে না, সংরক্ষিত পদে কর্মী নিয়োগের পরিবর্তে জেনারেল কাস্টের কর্মীদের নিযুক্ত করা হচ্ছে। অথচ তফসিল জাতি উপজাতি পরিবারের শিক্ষিত ছেলেমেয়েদের ওই পদে নিযুক্ত না করে বেআইনিভাবে নিযুক্ত করার অভিযোগ সাফাই কর্মীদের তরফ থেকে।

সভায় সভাপতিত্ব করেন সি আই টি ইউ জেলা নেতৃত্ব বিশ্বনাথ রায়, কর্মচারীদের সমস্যা নিয়ে অভিযানকে সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কাঁথি সিআইটিইউ রিজনাল কমিটির সম্পাদক জয়দেব পন্ডা, পৌর কর্মচারী ইউনিয়নের সম্পাদক কুনাল দাস ,পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি সৌমজিৎ দাস।





