পূর্ব মেদিনীপুর এগরায় এক প্রতিবন্ধী নাবালিকাকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে পুলিশ বুধবার রাতে গ্রেপ্তার করলো এক প্রৌঢ়কে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রাতে প্রতিবন্ধী নাবালিকার মা এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পরিবারের তরফে জানা যায় প্রতিবন্ধী মেয়ে বিকেলের দিকে বাড়ির বারান্দায় বসে খেলছিলো।সেই সময়ে পরিবারের বাকী সদস্যরা বাড়ির ভেতরে ছিলো।তার সুযোগ নিয়ে অপকর্ম করে এই প্রৌড়।নাবালিকার মা বলেন ১৩ বছরের প্রতিবন্ধী মেয়ে কথা বলতে পারে না।চিৎকার করতেই আমরা ছুটে আসি।দেখি ওই প্রৌঢ় ছুটে পালাচ্ছে।মেয়ের জামা কাপড় সমস্ত ছিঁড়ে ফাল ফাল।সে আকার ইঙ্গিতে সমস্ত বলে।স্থানীয়রা চিৎকারে দৌড়ে আসেন।প্রৌঢ় কে আটকে রেখে এগরা থানায় খবর দেওয়া হয়।পুলিশ এসে প্রৌঢ় কে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে প্রৌঢ় কে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে।
