Select Language

[gtranslate]
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ রবিবার ( ১৮ই মে, ২০২৫ )

রাজ্যের ষষ্ঠ স্থানাধিকারী ছাত্রের বাড়িতে বিধায়ক

প্রদীপ কুমার সিংহ

বিধায়ক লাভলী মৈত্র নিজের এলাকায় মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থানাধিকারী বাড়িতে যান শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার পর।মাধ্যমিক পরীক্ষায় রাজ্য জুড়ে ষষ্ঠ স্থান এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রথম হয়ে রাজপুর সোনারপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের গর্ব হয়ে উঠেছে অভ্রদীপ মন্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৯০। এই অসাধারণ সাফল্যের জন্য অভ্রদীপকে সম্বর্ধনা জানালেন স্থানীয় বিধায়ক লাভলী মৈত্র।

তিনি বলেন, “এটা আমাদের সবার গর্ব। আমার বিধানসভা এলাকার ছাত্র বলে এটি আমার কাছে বাড়তি পাওনা। অভ্রদীপের ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয়, সেই কামনাই করি।” শুধু পড়াশোনাতেই নয়, গানের প্রতিভার জন্যও অভ্রদীপের প্রশংসা করেন বিধায়ক। এলাকার বিভিন্ন অনুষ্ঠানে গান গায়ে বলে শুনেছি। গলাও খুব ভালো। তিনি আরও বলেন, ভবিষ্যতে ডাক্তার হওয়ার পাশাপাশি যেন UPSC পরীক্ষাতেও বসার কথা ভাবে অভ্র। প্রয়োজনে অভ্রদীপের পাশে থাকার বার্তাও দেন তিনি। পুষ্প স্তবক ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা দেয় বিধায়ক। বিধায়ক লাভলী মৈত্র অভ্র দ্বীপের বাড়িতে আসায় তার পরিবারের লোকেরা খুবই খুশি হয়েছেন।

Related News

Also Read

01:38