Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলাঃঅভিযুক্ত বিজেপি ।।

বৃহস্পতিবার গভীর রাত্রে তৃনমূল প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।ভাঙ্গচুর করা হয় প্রার্থীর বাড়ি। ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে।হামলার
ঘটনার জেরে শুক্রবার সকালে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রার্থী।

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গংড়া ২৬৯ নং বুথের তৃণমূল কংগ্রেসের
প্রার্থী শিউলি দাসের অভিযোগ বৃহস্পতিবার রাত দুটো নাগাদ বেশ কয়েকজন বিজেপি সমর্থক হঠাৎ করে তার বাড়িতে এসে হামলা চালায়। তার মাটির বাড়ির কিছু অংশ ভেঙ্গেও দেয় তারা।
সেই মর্মে আজ তিনি নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ ও দায়ের করেছেন। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
যদিও সমগ্র অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব

⭕আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন👇

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL

https://youtube.com/@ekhansangbad5105

সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫

Related News

Also Read