মহিষাদল রাজ হাই স্কুলে বর্তমান পরিস্থিতিতে D.C.R.C এবং কাউন্টিং ভেনু করার ক্ষেত্রে কিছু সমস্যা থাকায় ,আগামী পঞ্চায়েত সাধারণ নির্বাচন -২০২৩ এর D.C.R.C এবং কাউন্টিং ভেনু জেলাশাসকের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে মহিষাদল গার্লস কলেজে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানান, মহিষাদল ব্লকের বিডিও তথা পঞ্চায়েত রিটার্নিং অফিসার যোগেশ চন্দ্র মন্ডল।
Post Views: 16