অভিনব উপায় কাজে লাগিয়ে কাঁথি শহর ও শহর তলিতে ছিনতাই ঘটনায় জড়িত মুলপাণ্ডা’কে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ। পুলিশ অফিসার প্রনব বেরার নেতৃত্বে চুরি ছিনতাই চক্রের মূলপাণ্ডা আলি হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কাঁথি শহর ও শহর তলিতে অভিনব উপায় কাজে লাগিয়ে ছিনতাই ঘটনায় ঘটতো। শহরে আসা মহিলাদের নকল টাকার বাণ্ডিল দিয়ে বলতো, টাকাগুলো কুড়িয়ে পেয়েছি আপনার ব্যাগে রাখুন। ওই টাকা ব্যাগে রাখার পর বলতো, আপনার গয়নাগুলো খুলে ব্যাগে রাখুন। গয়নাগুলি ব্যাগে রাখার পর, কিছুক্ষণের মধ্যে উধাও হয়ে যেত সোনার ও রুপো গয়না। এনিয়ে কাঁথি থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। এমন অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে কাঁথি থানার পুলিশ। কাঁথি থানায় পুলিশ অফিসার প্রণব বেরা নেতৃত্বে ছিনতাইকারীদের ধরতে তদন্ত শুরু করে।
জানা গেছে ধৃত মূল পান্ডার বাড়ী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তির নরয়মপুরে বাসিন্দা। ছিনতাই ঘটনায় আগে তিনজনকে গ্রেফতার করলেও, অভিযুক্ত চক্রের মূলপাণ্ডা পুলিশ যাবার সময় বাড়ির ছাদ থেকে লাফ মেরে পালিয়ে যায়। পরে গোপন সূত্রে খবর পেয়ে মূলপাণ্ডা আলি হোসেন মোল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর বড়সড়ো কাঁথি থানায় পুলিশের সাফল্য মনে করছে জেলা পুলিশের আধিকারিকেরা।