Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কাঁথিতে ক্ষুদিরামের মুর্তিতে মাল্যদানকে ঘিরে বিবাদে তৃনমূল-বিজেপি

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে শহীদ ক্ষুদিরাম বসুর পূর্নাবয়ব মুর্তিতে সোমবার সকালে মাল্যদানকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃনমূল ও প্রধান বিরোধীদল বিজেপি মধ্যে রাজনৈতিক চাপানোত্তর।

এদিন সকালে প্রথমে মাল্যদান করেন কাঁথি বিধায়ক অরুপ দাস, বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল সহ বিজেপি নেতৃত্বরা। কর্মসূচি চলাকালীন উপস্থিত হন তৃনমূল নেতৃত্ব। ছিলেন কাঁথি পুরসভা পুরপ্রধান সুপ্রকাশ গিরি সহ তৃনমূল নেতৃত্ব। পরপর দুটি মাল্যদান ঘিরে কাঁথির রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

তৃণমূল নেতাদের মাল্যদান দিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্বরা। কাঁথি সংগঠনীক জেলার বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন আমরা প্রত্যেক বছর ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করি। তৃণমূল নেতৃত্বদের শুভ বুদ্ধি উদয় হয়েছে, তাই তারা এই কর্মসূচি করেছেন ।

যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য পাল্টা কটাক্ষ করেছেন তৃনমূল নেতৃত্ব। কাঁথি পুরসভা পুরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে আজকের বিজেপির আদি নেতারা কি অবস্থান নিয়েছিলো সারা দেশ জানে।ইংরেজের সহায্যকারীদের থেকে আমরা দেশ ভক্তি,স্বাধীনতা সংগ্রামীদের কি ভাবে সম্মান জ্ঞাপন করা হবে সেই শিক্ষা নেব না । আর আমি এখানে তৃনমূল ও বিজেপি করতে আসেনি। কাঁথি পুরসভা পক্ষ থেকে মাল্যদান করলাম। আমি রাজনীতি করতে চাই না।

Related News

Also Read