মহাকুম্ভে হারিয়ে যাওয়ার চার দিন পর বাড়ি ফিরল কাঁথির দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের ছোটবনতলিয়া গ্রামের বাসিন্দা পবন জানা। বর্ধমান এর বড়সুনেহা গ্রামের বাসিন্দা মন্টু সাঁতরা সোমবার তার বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন।
পবন জানা জানিয়েছেন কুম্ভ থেকে বাড়িতে ফিরে আসা এক রোমোহর্ষক ঘটনা।তিনি বলেন মহাকুম্ভে পূণ্য স্নান সেরে উঠতেই সকলের হুড়োহুড়িতে নিখোঁজ হয় পবন।হারিয়ে যায় তার সঙ্গীরা। শুরু করেন কান্নাকাটি। সেদিন এই পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল।
পবন বাবু বলেন তার কান্নাকাটি দেখে বর্ধমান থেকে যাওয়া মন্টু সাঁতরা তাকে সঙ্গে নিয়ে পুলিশ শিবিরে আসে।বলেন শিবিরে থাকা পুলিশের আচরণ দেখে তাঁকে আর পুলিশের দায়িত্বে দিতে রাজি হয়নি মন্টু বাবু। তাই পবন বাবুকে নিজের সঙ্গে করে নিয়ে এসে প্রথমে বর্ধমানে পরে তার বামুনিয়ার বাড়িতে পৌঁছে দিয়ে যান। এই ঘটনার পর আনন্দে উচ্ছ্বসিত পরিবার।
