পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েতের বেতালিয়াতে বুধবার ডি ওয়াই এফ আই মারিশদা লোকাল কমিটির উদ্যোগে ভোটার সচেতনতা শিবির হয়। রীতিমতো ক্যাম্প করে ভোটারদের সহযোগিতা করা হয়।

এই ক্যাম্প আগামী একমাস ধরে এলাকায় চলবে।নির্বাচন কমিশন (এস আই আর) নামে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতির উদ্দেশ্যে সকল ভোটারদের বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার কাজ করছে। ডি ওয়াই এফ আই অভিযোগ তৃণমূল চাইছে মৃত, অবৈধ ভোটারদের ভোটার তালিকায় রাখতে আর বিজেপি চাইছে বৈধ ভোটারদের নাম বাদ দিতে।এই নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া গুজব, আতঙ্ক দূর করতে, নির্ভুল ভোটার তালিকা তৈরি করার লক্ষ্যে ফর্ম পূরণ সহ সামগ্রিক এই কাজে সহযোগিতার জন্য বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে এই সচেতনতা শিবির বলে জানিয়েছেন যুব নেতৃত্বরা।

এই শিবিরে দুরমুঠ অঞ্চলের স্থানীয় কয়েকটি বুথ বিশেষত বেতালিয়া থেকে শত শত ভোটাররা লাইন বেঁধে ফর্ম পূরণ করতে আছে। এস আই আর নিয়ে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো হয়।

কর্মসূচিতে নেতৃত্ব হিসেবে ছিলেন অবিভক্ত জেলার প্রাক্তন যুব নেতা পিনাকী রঞ্জন দাস, ঝাড়েশ্বর বেরা, সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য গোপাল পড়্যা, জেলা কমিটির সদস্য রূপচাঁদ খান, এলাকার গণ আন্দোলনের নেতৃত্ব সোরাফ আলি খান, সুভাষ মাইতি, নাফিসা বিবি,শেখ মোহম্মদ প্রমুখ।





