সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বোর্ড গঠন হল।সভাধিপতি হলেন প্রতিভা রানী মাইতি। প্রতিভা রানী নারায়ণগড়ের বাসিন্দা হলেও, তিনি গড়বেতা ৩ নং ব্লকের একটি জেলা পরিষদ আসন থেকে জয়ী হয়েছিলেন। দ্বিতীয়বারের জন্য সহ-সভাধিপতি মনোনীত হলেন অজিত মাইতি। তিনি দলের জেলা আহ্বায়ক এবং পিংলার বিধায়কও।
জেলাশাসক খুরশিদ আলি কাদরী-র অনুমতিক্রমে সোমবার বেলা ১২টা নাগাদ সভাধিপতি ও সহ-সভাধিপতি সহ জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পিনাকী রঞ্জন প্রধান।
পশ্চিম মেদিনীপুরের ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে ৬০ জন জেলা পরিষদের সদস্যের উপস্থিতিতে সভাধিপতি ও সহ-সভাধিপতি হিসেবে শপথ নেন যথাক্রমে প্রতিভা রানী মাইতি এবং অজিত মাইতি। তাঁদের সমর্থন জানিয়েছেন বাকি ৫৮ জন জয়ী সদস্য।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৬০ টি আসনেই জয়লাভ করেছিল তৃণমূল। এর মধ্যে, মহিলা সদস্য ৩৩ জন। সভাধিপতির পদটি ছিল মহিলা সংরক্ষিত। এর আগে, পর পর দু’বার অর্থাৎ টানা দশ বছর (২০১৩ থেকে ২০২৩) ধরে সভাধিপতির দায়িত্ব সামলেছেন গড়বেতার বর্তমান বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এবারও, তিনি রেকর্ড ভোটে জিতে জেলা পরিষদের সদস্য হয়েছেন।
তবে, এবার তাঁকে সভাধিপতির দায়িত্ব দেওয়া হয়নি দলের তরফে। বেছে নেওয়া হয়েছে প্রতিভা মাইতি-কে। তিনি বিদায়ী বোর্ডের নারী, শিশু ও সমাজকল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন।