পাঁশকুড়ার একটি বেসরকারি গেস্ট হাউস থেকে দুই দিন আগে মৃত এক যুবকের মৃতদেহ উদ্ধার হল ।বছর ৩৬ এর সঞ্জয় জানা নামের এই মৃত ব্যক্তির বাড়ী পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।
এলাকাবাসী সূত্রে খবর, দুদিনের পুরনো মৃতদেহ স্থানান্তরিত করার সময় হাতেনাতে ধরা পড়ে, ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ, উত্তেজিত জনতা গেস্ট হাউসটি কে ঘিরে ফেলে।
উত্তেজনা সামাল দিতে গেস্ট হাউসের মালিককে আটক করে এবং এই গেস্ট হাউসের গেটে সাময়িকভাবে তালা দেয় পাঁশকুড়া থানার পুলিশ।
এলাকাবাসীর দাবি, ওই হোটেলে অসামাজিক কাজকর্ম চলত। এই যুবককে প্রায় দুদিন আগে মার্ডার করা হয়েছে বলে অভিযোগ। উদ্ধার হওয়ার আগে মৃতদেহ থেকে গন্ধ ছড়াচ্ছিল। ফলে এলাকায় দুর্গন্ধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিলো।
যদিও পুলিশ জানিয়েছে যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেম হলে প্রকৃত রহস্য উদঘাটন হবে মৃত ব্যক্তির পরিবারের লোককে খবর করা হয়েছে।