অনলাইন জুয়ার ঠেকে হানা দিয়ে মালিক সহ ৪ জনকে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় ভবানীচক এলাকায় রমরমে চলা অনলাইন জোয়ার ঠেকে হানা দেয় পুলিশ।৪ ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি কম্পিউটার সহ অনলাইনের সরঞ্জাম এবং নগদ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃত এগরা থানার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা সোনা সাহা, শুভঙ্কর দাস অধিকারী, রসুলপুর দক্ষিণবাড় গ্রামের বাসিন্দা তপন সাউ, তাজপুর গ্রামের বাসিন্দা গৌতম কামিলা কে আজ সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। অপরদিকে রবিবার সন্ধ্যায় কাঁথি শহরে খড়গপুর বাইপাস, সেন্ট্রাল বাস স্ট্যান্ড ও দীঘা বাইপাস ইত্যাদি এলাকায় অনলাইন জুয়ার ঠেকে হানা দিয়ে পাঁচজনকে গ্রেফতার করে এবং কম্পিউটার সহ সরঞ্জাম ও নগদ টাকা বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি ভূপতিনগর থানার পুলিশ বাজকুল এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে কম্পিউটার সহ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।
