
পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে এক সিপিএম নেতাকে বাইক থেকে টেনে নামিয়ে ব্যাপক মারধর করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।দিলীপ দাস নামের এই সিপিএম নেতাকে মারধর করার অভিযোগ বিজেপির কর্মীদের বিরুদ্ধে।
হামলার ঘনায় অভিযুক্ত অরিন্দম দাস,সুশান্ত দাসেরা এলাকায় বিজেপি কর্মী বলে জানা গেছে।
হামলাওকারীদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে কুৎসা প্রচার করছিল প্রহৃত দিলীপ দাস। জানা গেছে প্রহৃত দিলীপ দাস সিপিএমের চন্ডিপুর এরিয়া কমিটির শাখা সম্পাদক।
চন্ডিপুর থানায় অভিযোগ করা হয়েছে, দিলিপের পরিবারের পক্ষ থেকে। মারধরের ভিডিও ব্যাপক ভাইরাল হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও সিপিএমের এই অভিযোগ উড়িয়ে বলা হচ্ছে একটি পারিবারিক বিষয়সম্পত্তির ঝামেলাকে কেন্দ্র করে এমন উত্তেজনা ও মারধর। ঘটনাকে ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে।

Post Views: 9