Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। সাহাড়ায় তৃনমূল ছেড়ে বিজেপিতে নির্বাচিত প্রতিনিধি ।।

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃনমূলকে ঝটকা দিলো বিজেপি।শাসক দলের টিকিটে জয়ী কয়েক জন জন প্রতিনিধি দিলীপ ঘোষের হাত ধরে যোগ দিলো বিজেপিতে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন,তার আগেই নিজেদের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া গেরুয়া শিবির। রাজ্যের শাসক দলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ প্রধান বিরোধী শিবির। তাই বুথ স্তরে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সাংগঠনিকভাবে শক্তি বৃদ্ধি করতে মাঠে নেমে পরেছে গেরুয়া ব্রিগেড।


সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের শীপুর বাজারে সাংগঠনিক সভায় যোগ দিলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

এদিনের সভায় সাহাড়ায় তৃণমূলের বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেন সাংসদ দিলীপ ঘোষের হাত ধরে।


উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত, রাজ্য কমিটির সদস্য অনুপ চক্রবর্তী, জেলা সম্পাদক তন্ময় হাজরা, হাওড়া জেলা বিজেপির অবজার্ভার অরূপ দাস, এগরা ১ উত্তর মন্ডল সভাপতি বিমল শিট, পল্লব দাসমহাপাত্র, রামচন্দ্র আচার্য্য প্রমূখ।


এদিনের সভায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থকরা হাজির ছিলেন।

Related News